anusandhan24.com
জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প
রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ০৮:২২ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

জাপানের হনসু দ্বীপের পূর্ব উপকূলে একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

শনিবার (৪ অক্টোবর) জার্মান গবেষণা সংস্থা জিওসায়েন্সেস রিসার্চ সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০।

সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (প্রায় ৬.২১ মাইল) গভীরে।

তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্প অনুভূত হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জাপান ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এর আগেও দেশটি প্রায়ই নিয়মিত মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্পের মুখোমুখি হয়েছে।

সূত্র: আল-আরাবিয়া