রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

প্রকাশিত : ০৮:৩০ অপরাহ্ণ, ৯ ডিসেম্বর ২০২৩ শনিবার ১২৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জয় দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শনিবার আরব আমিরাতকে তাদের ঘরের মাঠেই পরাস্ত করে বাংলাদেশ যুব ক্রিকেট দল।

এদিন দুবাইয়ের আইসিসি একাডেমিতে যুব এশিয়া কাপের তৃতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় আরব আমিরাত।

আগে ব্যাট করে ৪৯.৩ ওভারে ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দলের হয়ে ১০৩ বলে তিনটি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৭১ রান করেন ওপেনার আশিকুর রহমান শিবলী। এছাড়া ৫৬ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৪২ রান করেন আরেক ওপেনার জিসান আলম। উদ্বোধনীতে তারা গড়েন ৭৪ রানের জুটি।

৫০ ওভারে ২২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে মাহফুজুর রহমান রাব্বি ও পারভেজ রহমান জীবনের স্পিনে বিভ্রান্ত হয়ে ৪৭.৪ ওভারে ১৬৭ রানেই অলআউট হয় আরব আমিরাতের যুব দলটি।

বাংলাদেশের ৬১ রানের জয়ে ৪টি করে উইকেট শিকার করেন পারভেজ ও মাহফুজ।

গতকাল শুক্রবার আসরের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে ১৭৩ রানে গুঁড়িয়ে দিয়ে ৭ উইকেটে জয় পায় ভারত। একই দিনে দ্বিতীয় ম্যাচে নেপালকে

১৫২ রানে অলআউট করে ৭ উইকেটের দাপুটে জয় পায় পাকিস্তান।

আজ শনিবার দ্বিতীয় দিনে আসরের তৃতীয় ম্যাচে আরব আমিরাতকে ৬১ রানে হারায় বাংলাদেশ। দিনের দ্বিতীয় এবং আসরের চতুর্থ ম্যাচে জাপানকে ৭৫ রানে গুঁড়িয়ে দিয়ে ৭ উইকেটে জয় পায় শ্রীলংকা।

আগামী সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT