চূড়ান্ত হলো আর্জেন্টিনার আরও দুই ম্যাচ, জেনে নিন প্রতিপক্ষ কারা
প্রকাশিত : ০৬:৫২ অপরাহ্ণ, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার ২৬ বার পঠিত
আগামী বছর রয়েছে ফুটবল বিশ্বকাপ। লম্বা সময় বাকি থাকলেও ইতোমধ্যে দলগুলো বৈশ্বিক আসরকে পরিকল্পনা করেই এগোচ্ছে। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে দারুণ ছন্দে। আগামী বিশ্বকাপেরও অন্যতম ফেভারিট তারা। বিশ্বকাপের সেরা প্রস্তুতি নিতে আসর শুরুর ঠিক আগমুহূর্তে আরও দুই প্রস্তুতি ম্যাচ চূড়ান্ত করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
অক্টোবরে প্রীতি ম্যাচ খেলার পাশাপাশি বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে মেক্সিকো এবং হন্ডুরাসের বিপক্ষে দুটি নতুন প্রস্তুতি ম্যাচ চূড়ান্ত করেছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মায়ামি ও লাস ভেগাসে জুনের প্রথম সপ্তাহের মধ্যেই ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আর্জেন্টিনা ফুটবলের সভাপতি ক্লাদিও তাপিয়া বলেন, ‘জুন মাসে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মেক্সিকো এবং হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচ চূড়ান্ত হয়েছে। ভেন্যু এখনও নির্ধারণ করা হয়নি। আমাদের সেই ম্যাচ খেলার সুযোগ রয়েছে এবং আরও একটি শিরোপা জেতার দায়িত্ব আমাদের ওপর আছে।’
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দারুণ সময় পার করেছে আর্জেন্টিনা। ১৮ ম্যাচের ১২টিতে জিতে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করে তারা। ৩১ গোল করার বিপরীতে মাত্র ১০ গোল হজম করে স্কালোনির দল।
বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার যেখানে শীর্ষে অবস্থান সেখানে তালিকার পাঁচে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ১৮ ম্যাচের ৮টিতে কেবল জয়ের দেখা পেয়েছে তারা। ইকুয়েডর, কলম্বিয়া এবং উরুগুয়ে যথাক্রমে রয়েছে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থস্থানে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























