চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুরে সোহেল রানা
প্রকাশিত : ০৫:০৫ পূর্বাহ্ণ, ১৮ এপ্রিল ২০২৩ মঙ্গলবার ১৬৪ বার পঠিত
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নাক ও প্রযোজক সোহেল রানার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই চোখের জটিলতায় ভুগছেন তিনি।
সোমবার (১৭ এপ্রিল) রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলে জানান সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ।
মাশরুর বলেন, ‘রাত ১১টার দিকে ৫৫ মিনিটের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চোখে সমস্যার কারণে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করাতে হবে বাবাকে।’
চিকিৎসাজণিত কারণে সোহেল রানাকে নিয়ে টান া ১০ দিন সিঙ্গাপুরে থাকতে হবে বলে জানান মাশরুর। এরপর দেশে ফিরবেন অভিনেতা।
এর আগে, গত বছরও তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।