শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

খেলা ছাড়ার আগেই চাকরি পেলেন উসমান খাজা

প্রকাশিত : ১০:৫১ অপরাহ্ণ, ১২ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার ২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

অস্ট্রেলিয়ান তারকা ওপেনার উসমান খাজা ক্রিকেট থেকে অবসরের আগেই পেয়ে গেলেন চাকরি। শুধু তাই নয়, ভবিষ্যতে রাজনীতিও করতে চান মুসলিম এই তারকা ক্রিকেটার।

৩৮ বছর বয়সী উসমান খাজার সঙ্গে চুক্তি করেছে ‘ফক্স ক্রিকেট’। ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য পেশায় দেখা যাবে উসমান খাজাকে। ধারাভাষ্য হিসেবে উসমান খাজা পাশে পাবেন অ্যাডাম গিলক্রিস্ট, মার্ক ওয়, ডেভিড ওয়ার্নার এবং ব্রেট লির মতো তারকাকে।

এ ব্যাপারে উসমান খাজা বলেন, ‘ওরা শিশু। একজনের মৃত্যুই যথেষ্ট উদ্বেগের। তা সত্ত্বেও সরকার ৮৮২৬ কোটি টাকা সাহায্য করেছে ইউক্রেনকে। কিন্তু গাজ়ার মানুষ সাহায্য পেয়েছেন ১১৪৭ কোটি টাকার।’

তিনি বলেছেন, ‘পশ্চিম সিডনিতে বেড়ে ওঠার সময় কঠিন সমস্যা পেরিয়ে আসতে হয়েছে। অস্ট্রেলীয় হওয়ার জন্য যদি অস্ট্রেলীয়দের থেকেই কটাক্ষ শুনতে হয় তার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। আমি শ্বেতাঙ্গ নই। তার মানে এই নয় যে আমি অস্ট্রেলীয় নই। সারা জীবন আমাকে এই পরিস্থিতি সামলাতে হয়েছে।’

রাজনীতিতে অংশ নেওয়া প্রসঙ্গে উসমান খাজা বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি কথা বলতে পেরে আমি খুশি। আগামী দিনেও সম্পর্ক রাখতে চাই। তাই কী কথা হয়েছে সেটা প্রকাশ্যে বলতেই চাই না। তবে ফিলিস্তিনের গাজার শিশুমৃত্যু নিয়ে ওর সঙ্গে কথা হয়েছে। লোকে বলে খেলাধুলোর সঙ্গে রাজনীতি মেলানো উচিত নয়। কিন্তু ক্রিকেটের সূত্রেই অনেক রাজনীতিবিদকে চিনতে পেরেছি। রাজনীতিতে যোগ দেব কি না, তা নিয়ে হ্যাঁ বা না কিছুই এখন বলছি না। এখনও নিশ্চিত নই।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT