কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬
প্রকাশিত : ০৭:৩৯ অপরাহ্ণ, ২৭ মার্চ ২০২৩ সোমবার ১৩৪ বার পঠিত
আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর: আলজাজিরা’র।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর জানান, সোমবার কাবুলের মালিক আসগর স্কয়ারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের পথে তল্লাশিচৌকিতে নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। তবে এতে ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে তালেবান সরকারের তিনজন নিরাপত্তা কর্মী রয়েছেন বলে জানা গেছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।