রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ওপারে ইয়াবার কমিশন পাচ্ছে আরাকান আর্মি

প্রকাশিত : ০৮:১০ পূর্বাহ্ণ, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার ৬২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সব সংস্থা মিলে এ বছরের প্রথম চার মাসে জব্দ করে ১ কোটি ৩৮ লাখ পিস ইয়াবা। বরাবরের মতো অধিকাংশ ইয়াবার উৎসস্থল মিয়ানমার। সীমান্ত হয়ে তা বাংলাদেশে ঢোকে। কয়েক বছর ধরে ছোট্ট ইয়াবা বড়ি মাদক বাজারের বড় জায়গা দখল করে আছে।

তুমুল সংঘাতের পর মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে। বাংলাদেশের সঙ্গে দেশটির ২৭১ কিলোমিটার সীমান্তের ওপার তাদের নিয়ন্ত্রণে। পরিবর্তিত পরিস্থিতিতে আরাকান আর্মিকে কমিশন দিয়েই দেশটিতে ইয়াবার কারবার চলছে। এমনকি সান ও রাখাইন প্রদেশে ইয়াবার যেসব কারখানা আছে, একসময় জান্তা সরকারের সেনাবাহিনীর অনেক কর্মকর্তার ‘বিনিয়োগ’ ছিল। এখন এই কারবারের হাতবদল হয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলো পুরোপুরি এসব দখলে নিয়েছে। সীমান্ত পরিস্থিতির ওপর নজর রাখে এমন একাধিক সূত্র থেকে এসব তথ্য মিলেছে।

এ ব্যাপারে জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রামু সেক্টর কর্নেল কমান্ডার মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ওপারে মাদকের সঙ্গে আরাকান আর্মি, জান্তা সরকার বা সাধারণ যে নাগরিক জড়িত হোক না কেন, এ ঘটনায় আমাদের নীতি জিরো টলারেন্স। মাদক এলেই আমরা জব্দ করব। আরাকান আর্মি ওপারে ধীরে ধীরে মাদক কারবার নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে– এমন তথ্য পাচ্ছি।’

এ পটভূমিতে আজ বৃহস্পতিবার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নানা আয়োজনে পালিত হচ্ছে। এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এবারের প্রতিপাদ্য– ‘প্রমাণ স্পষ্ট, প্রতিরোধে বিনিয়োগ করুন, চক্রটি ভেঙে ফেলুন; সংঘবদ্ধ অপরাধ বন্ধ করা হোক’।

দিবস উপলক্ষে বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমাদের যুবসমাজের একটি উল্লেখযোগ্য অংশ আজ মাদকের কবলে পড়ে মেধা ও সৃজনশীলতা হারিয়ে ফেলছে। মাদকের অপব্যবহারের ফলে জনস্বাস্থ্য, অর্থনীতিসহ জীবনঘনিষ্ঠ বিভিন্ন উপাদান ও সূচকের ওপর চরম নেতিবাচক প্রভাব পড়ছে। বিঘ্নিত হচ্ছে দেশের শান্তি ও নিরাপত্তা।

বিশ্লেষকরা বলছেন, কোনোভাবেই মাদকের চক্র নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। হাত বাড়ালেই মিলছে নানা মাদক। মাদক-সংশ্লিষ্টতার কারণে বাড়ছে নানা অপরাধ। নতুন নতুন মাদক ছড়িয়ে পড়ছে ঢাকাসহ সারাদেশে। ইয়াবা, হেরোইন, ফেনসিডিলের সঙ্গে নতুন যুক্ত হয়েছে সিনথেটিক ড্রাগস। দেশের প্রত্যন্ত অঞ্চলে মিলছে এসব মাদক। আবার বেশির ভাগ মাদক মামলার আসামিরা খালাস পেয়ে ফের নেশায় জড়িয়ে পড়ছেন।

সীমান্ত পরিস্থিতির ওপর নজর রাখেন এমন একাধিক কর্মকর্তা জানান, ইয়াবার পাশাপাশি আইসও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। তবে সম্প্রতি মিয়ানমার থেকে আইস আসা অনেক কমেছে। ছোট ছোট ইয়াবার চালান নানা কৌশলে ঢুকছে। সম্প্রতি বাংলাদেশের জেলেদের জন্য নাফ নদ মাছ ধরার জন্য উন্মুক্ত করা হয়। এর সুযোগ নিয়ে অনেক জেলে ইয়াবা পাচারে জড়িয়ে পড়েছেন। মিয়ানমার থেকে সমুদ্রপথে বড় কিছু চালান কুয়াকাটাসহ দেশের দক্ষিণাঞ্চলে যাচ্ছে।

আরেকটি সূত্র বলছে, ইয়াবা কারবারে মিয়ানমার ও বাংলাদেশের যারা জড়িত, তারা নানা কায়দায় মাদকের অর্থ লেনদেন করে। মিয়ানমার থেকে আসা কাঠসহ নানা ধরনের পণ্যের অর্থ লেনদেনের আড়ালে মাদকের টাকা পরিশোধ হয়ে থাকে।

আরেক কর্মকর্তা বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বড় বড় মাদক কারবারির অনেকে গা-ঢাকা দেয়। পালিয়ে থেকে অনেকে তাদের পুরোনো মাদক নেটওয়ার্ক চাঙ্গা করার চেষ্টা করছেন। এ ছাড়া আরাকান আর্মির সদস্যরা মিয়ানমারে মাদক কারবার নিয়ন্ত্রণে নিচ্ছে।

আইন প্রয়োগকারী সংশ্লিষ্টরা বলছেন, মাদক মোকাবিলায় শুধু আইন প্রয়োগকারী সংস্থাই যথেষ্ট নয়। সব শ্রেণি-পেশার মানুষকে মাদক নির্মূলে এগিয়ে আসতে হবে। জোরদার করতে হবে সচেতনমূলক কার্যক্রম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশনস) বশির আহমেদ বলেন, সমাজ, দেশ এবং জাতি সম্পূর্ণভাবে মাদকমুক্ত হয় আমাদের সেই প্রচেষ্টা রয়েছে।

সব আসামি খালাস

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলা পাঁচ বছর পাঁচ মাসে আদালতে নিষ্পত্তি হওয়ার একটি পরিসংখ্যান পাওয়া গেছে। মামলায় নানা ত্রুটি এবং ত্রুটিমুক্ত তদন্তের কারণে অভিযুক্তরা খালাস পেয়ে যাচ্ছেন। প্রাপ্ত তথ্যানুযায়ী, পাঁচ বছর পাঁচ মাসে ডিএনসির ১৩ হাজার ৬৪১টি মাদক মামলা আদালতে নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৬৬৫টি মামলার সব আসামি খালাস পেয়েছেন। মোট আসামি ছিল ১৪ হাজার ৬২০ জন। সাজাপ্রাপ্ত আসামি ৫৫.৬১ শতাংশ এবং খালাস পেয়েছেন ৪৪.৩৮ শতাংশ।

উদ্ধার চিত্র

২০০৯ সাল থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত পুলিশ, র‍্যাব, ডিএনসি, বিজিবি এবং কোস্টগার্ড মাদকবিরোধী আলাদা অভিযানে ১৪ লাখ ৯২ হাজার ৬৯৯ মাদক কারবারি, বহনকারী ও সেবনকারী গ্রেপ্তার হয়েছে। মামলা সংখ্যা ১১ লাখ ৭৬ হাজার ১২৮টি। এ সময়ে ইয়াবা উদ্ধার হয়েছে ৪০ কোটি ১৬ লাখ ৭০ হাজার ৪৫৪ পিস। হেরোইন উদ্ধার হয়েছে ৪ হাজার ৫৯১ কেজি এবং কোকেন ২০৫ কেজি। এ ছাড়া ৩৬৯ কেজি আফিম, ১০ লাখ ১০ হাজার ৫৮৮ কেজি গাঁজাসহ বিভিন্ন মাদক উদ্ধার হয়েছে।

দুই বছরের মাদক উদ্ধারের সংখ্যা

বিশ্লেষণে দেখা গেছে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে মাদকদ্রব্য উদ্ধারের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। ২০২৩ সালে ইয়াবা জব্দ করা হয় ৪ কোটি ২৯ লাখ ৭৭ হাজার ২১৯ পিস। পরের বছরে উদ্ধার হয় ২ কোটি ২৮ লাখস ৫৭ হাজার ৭৫১ পিস। অর্থাৎ, ৪৭ শতাংশ ইয়াবা কম জব্দ হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পরিস্থিত নাজুক থাকায় সেদিকে বেশি মনোযোগ ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিত অনুকূলে না থাকায় ডিএনসিও সেভাবে অভিযান চালাতে পারেনি। যে কারণে ওই বছরটিতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ও উদ্ধার মাদকের পরিমাণ কমেছে। তবে এ বছর অভিযান জোরদার করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন। নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন। তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT