এশিয়া কাপ খেলতে রোববার দেশ ছাড়বে টাইগাররা
প্রকাশিত : ০৫:৫৮ অপরাহ্ণ, ২৫ আগস্ট ২০২৩ শুক্রবার ১৩৭ বার পঠিত
আগামী বৃহস্পতিবার পাকিস্তান-নেপাল ম্যাচের মধ্য দিয়ে মুলতানে শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল রোববার শ্রীলংকার রাজধানী কলম্বোর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল।
দেশ ত্যাগের আগে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার টাইগারদের কোনো অনুশীলন নেই। শনিবার দুপুর একটায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ দল।
রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটে কলম্বোর উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।
এবারের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এশিয়া কাপের ম্যাচগুলো হবে পাকিস্তান ও শ্রীলংকায়। পাকিস্তানে হবে মাত্র চারটি ম্যাচ। বাকি নয়টি ম্যাচ হবে শ্রীলংকায়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।