এভারটনকে হারিয়ে তিনে ইউনাইটেড
প্রকাশিত : ১০:০৯ অপরাহ্ণ, ৮ এপ্রিল ২০২৩ শনিবার ১৫৬ বার পঠিত
প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে জয়হীন থাকার পর টানা দ্বিতীয় জয় পেল এরিক টেন হাগের দল। ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জেতে ইউনাইটেড। এ জয়ের ফলে তারা উঠে গেল লিগ টেবিলের তিন নম্বরে।
জয়ের হাসির দিনে ইউনাইটেড কোচ টেন হাগের কপালে কিছুটা চিন্তার ভাঁজ ফেলতে পারে মার্কাস র্যাশফোর্ডের চোট শঙ্কা। মিনিট দশেক বাকি থাকতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন ইংলিশ ফরোয়ার্ড।
এই জয়ে শীর্ষ চারে নিজেদের অবস্থান সংহত করল ইউনাইটেড। ২৯ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে তারা। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে নিউক্যাসল ইউনাইটেড। ৩০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে এভারটন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।