রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

এক ম্যাচ পরই তিন বদল বাংলাদেশ দলে

প্রকাশিত : ০৯:৩৫ পূর্বাহ্ণ, ১৪ জুলাই ২০২৫ সোমবার ৪৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পেসারদের বাংলাদেশ ঘুরিয়ে-ফিরিয়ে খেলে অনেকদিন ধরেই। পেসারদের ধকলটা বেশি যায়, হাতে বিকল্পও আছে, ঘুরিয়ে-ফিরিয়ে খেলতে তাই সমস্যা নেই। তবে ব্যাটিংয়ে বাংলাদেশের পরিবর্তনের সূত্রটা কী, সে এক গবেষণার বিষয়।

আজ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ দেখে তেমনটা আবার মনে হতে বাধ্য। ঘটা করে নাঈম শেখকে এই সিরিজের দলে রাখা হলো, প্রথম টি-টোয়েন্টিতে তাঁকে পছন্দের পজিশনের বাইরে খেলানো হলো। সেখানে কিছু রান পেলেও নাঈম যে ভুগেছেন, তা স্পষ্ট। ইনিংসটাও হলো ওয়ানডেসুলভ। ফল? আজ দ্বিতীয় ম্যাচে নাঈম বাদ, তাঁর জায়গায় আবার ফেরানো হলো জাকের আলী অনিককে, যাঁকে প্রথম ম্যাচে না রাখা নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও পরে বিসিবির পক্ষ থেকে জানা গেছে, ঊরুর মাংসপেশিতে টান পড়ায় সে ম্যাচের দলে ছিলেন না জাকের।

এর পাশাপাশি বোলিংয়ে আরও দুটি বদল নিয়ে আজ নামছে বাংলাদেশ। দুটি বদলই পেস বোলিং বিভাগে – তাসকিন আহমেদ ও তানজিম সাকিবের জায়গায় আজ দলে ঢুকেছেন দুই বাঁহাতি মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

টস জিতে আজও বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটওয়ারি, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT