রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

এক ইনিংসে ফিফটির বিশ্বরেকর্ড

প্রকাশিত : ০৫:৪৩ অপরাহ্ণ, ৮ জুন ২০২২ বুধবার ২০৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটের ১২৯ বছরের পুরনো একটি রেকর্ড নিজেদের করে নিল ভারত।

ভারতের রঞ্জি ট্রফির ম্যাচে দেখা গেল এক ইনিংসে সবচেয়ে বেশি ব্যাটসম্যানের অর্ধশতক হাঁকানোর কীর্তি।

সোমাবার ঝাড়খান্ডের বিপক্ষে শুরু হওয়া ম্যাচের প্রথম ইনিংসে বেঙ্গলের ৯ ব্যাটসম্যানই পান ফিফটির স্বাদ!

এই সংস্করণে এক ইনিংসে সবচেয়ে বেশি ব্যাটসম্যানের পঞ্চাশোর্ধ রান করার আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার।

১৮৯৩ সালে ইংল্যান্ড সফরে অক্সফোর্ড অ্যান্ড ক্যামব্রিজ ইউনিভার্সিটির বিপক্ষে তাদের ৮ ব্যাটসম্যান খেলেছিলেন পঞ্চাশ ছাড়ানো ইনিংস।

অস্ট্রেলিয়ার সেই রেকর্ডটি নিজেদের করে নিল ভারতীয় দল বেঙ্গল।

বেঙ্গলের কীর্তিটি আরেকটি দিক থেকেও বিশেষ। অস্ট্রেলিয়ার সেই ইনিংসে আট ফিফটি ছোঁয়া ইনিংস ব্যাটিং লাইনআপের প্রথম আট জনের ছিল না।

তাই বেঙ্গলের আট নম্বর ব্যাটসম্যান শায়ান মন্ডল ফিফটি ছোঁয়া মাত্রই একটা রেকর্ড হয়ে যায়, দলটির প্রথম আট জনই যে অর্ধশতক স্পর্শ করলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে যা দেখা যায়নি আগে কখনও।

পরে নবম ব্যাটসম্যানও ফিফটিতে পা রাখায় গড়া হয়ে যায় নতুন বিশ্ব রেকর্ড।

বেঙ্গলের হয়ে সর্বোচ্চ ১৮৬ রানের ইনিংস খেলেন সুদিপ কুমার। অনুস্তুপ মজুমদার করেন ১১৭।

ভারতের জাতীয় দলে খেলা মনোজ তিওয়ারি করেন ৭৩। নবম ব্যাটসম্যান হিসেবে নামা আকাশ দিপ তোলেন ঝড়। ৮ ছক্কায় তিনি ১৮ বলে ৫৩ রান করে থাকেন অপরাজিত। ৭ উইকেটে ৭৭৩ রান করে ইনিংস ঘোষণা করে বেঙ্গল।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT