উড্ডয়নের পরই যুক্তরাজ্যে প্লেন বিধ্বস্ত
প্রকাশিত : ০৯:৩২ পূর্বাহ্ণ, ১৪ জুলাই ২০২৫ সোমবার ৩৭ বার পঠিত
যুক্তরাজ্যের লন্ডনের সাউথেন্ড বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত হতাহতের সংখ্যা বা বিমানে কতজন আরোহী ছিলেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
এতে বলা হয়, প্লেন দুর্ঘটনার পর সাউথেন্ড বিমানবন্দর কর্তৃপক্ষ চারটি ফ্লাইট বাতিল করেছে। এসেক্স পুলিশ জানায়, রোববার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে সাউথেন্ড-অন-সি এলাকায় ১২ মিটার দীর্ঘ বিচক্র্যাফট বি-২০০ মডেলের বিমানটিতে আগুন ধরে যায়।
দুর্ঘটনার পর এসেক্স কাউন্টির ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তাদের সঙ্গে সমন্বয়ে কাজ করছে জরুরি পরিষেবা সংস্থাগুলো এবং বিমান চলাচল কর্তৃপক্ষ। উদ্ধার তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।