ইসরাইলের বিরুদ্ধে জর্ডানের কঠিন সিদ্ধান্ত
প্রকাশিত : ০৭:০২ পূর্বাহ্ণ, ৩০ জুন ২০২৫ সোমবার ৩৭ বার পঠিত
অবেশেষে কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনার অবসান ঘটল। জর্ডানের জাতীয় বাস্কেটবল দল আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশনকে (এফআইবিএ) জানিয়েছে যে তারা আজ ২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ বাস্কেটবল বিশ্বকাপে ইসরাইলের বিরুদ্ধে খেলতে মাঠে নামবে না।
ওয়ালা নিউজ সাইট অনুসারে, ইসরাইল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমোস ফ্রিশম্যান বলেছেন, ‘বাস্কেটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জর্ডান দলের সিদ্ধান্তের জন্য আমি দুঃখিত।’
তিনি আরো বলেন, ‘আমি আশা করেছিলাম যে জর্ডানিরা খেলতে আসবে এবং সবাইকে তা দেখাবে। আমি বিশ্বাস করি যে খেলাধুলা জনগণ এবং সংস্কৃতির মধ্যে একটি সেতু, রাজনৈতিক ক্ষেত্র নয়।
আমি আশা করি ভবিষ্যতে এই খেলাগুলো আয়োজন নিয়ে কোনো সন্দেহ থাকবে না।’ সূত্র : টাইমস অফ ইসরাইল
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।