ইউক্রেন থেকে শস্য ও খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধ করছে পোল্যান্ড
প্রকাশিত : ১০:১০ অপরাহ্ণ, ১৫ এপ্রিল ২০২৩ শনিবার ১২৮ বার পঠিত
নিজেদের কৃষিক্ষেত্রকে বাঁচাতে প্রতিবেশী দেশ ইউক্রেন থেকে শস্য ও খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড সরকার। শনিবার দেশটির ক্ষমতাসীন ‘ল অ্যান্ড জাস্টিস পার্টির’ (পিআইএস) প্রধান ইয়ারোস্লাভ কাচিন্সকি পোলিশ সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।
ইউক্রেন থেকে আসা এসব খাদ্যশস্যের কারণে স্থানীয় বাজারে দাম কমে যাওয়ায় স্থানীয় কৃষকরা ক্ষুব্ধ হচ্ছেন। নির্বাচনের বছরে এভাবে ভোটারদের একটি বড় অংশকে নাখোশ করতে চাইছে না ক্ষমতাসীন দল পিআইএস। খবর রয়টার্সের
কাচিন্সকি বলেন, ‘পোলান্ড সরকার ইউক্রেন থেকে শস্য আমদানি এবং পোল্যান্ডে প্রবেশের উপর নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি করার সিদ্ধান্ত নিয়েছে। শস্য ছাড়াও বেশ কয়েক ধরনের খাদ্যপণ্যের উপরও একই ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, আমরা ইউক্রেনের অকৃত্রিম বন্ধু আছি এবং থাকবো। আমরা তাদেরকে সমর্থন করে যাচ্ছি এবং যাব। আমাদের সম্পর্কে কোন পরিবর্তন হবে না।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।