আল-আকসায় ইসরায়েলি আগ্রাসনের জবাব দেবে ফিলিস্তিনি: হামাস
প্রকাশিত : ০৪:০৩ অপরাহ্ণ, ৭ এপ্রিল ২০২৩ শুক্রবার ১৪৬ বার পঠিত
ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসনের মুখে আমরা অস্ত্র বন্ধ করে বসে থাকবে না। ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন থেকে রকেট ছোড়ার জন্য ফিলিস্তিনি যোদ্ধাদের ওপর দোষারোপ করার পর বৈরুত থেকে এ কথা বলেন হানিয়া। খবর এএফপির
গতকাল লেবানন থেকে ইসরায়েলের দিকে ৩০টির বেশি রকেট ছোড়া হয় বলে অভিযোগ তেল আবিবের।
পবিত্র রমজান মাসে গত বুধবার দুই দফায় পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। অভিযানকে কেন্দ্র করে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনি মুসল্লিদের সংঘর্ষ হয়।
আল-আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসনের জেরে অন্য ফিলিস্তিনি সংগঠনগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক করতে লেবাননের রাজধানী বৈরুতে যান হামাস নেতা হানিয়া। গতকাল এ বৈঠক হয়। বৈঠকের পর একটি বিবৃতি দেন তিনি।
হানিয়া বিবৃবিতে বলেন, পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলের বর্বর আগ্রাসনের মুখে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ গোষ্ঠীগুলো চুপ করে বসে থাকবে না।
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হতে বলেন হানিয়া। ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে তাদের প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান তিনি।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো লেবানন থেকে ইসরায়েল অভিমুখে ৩৪টি রকেট ছুড়েছে অভিযোগ তেল আবিবের।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট বলেছেন, রকেট ব্যারেজের জন্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলো দায়ী।
তিনি সাংবাদিকদের বলেন, আমরা নিশ্চিতভাবে জানি এটি ফিলিস্তিনিদের হামলা। এটি হামাস হতে পারে, এটি ইসলামী জিহাদ হতে পারে, তবে এটি হিজবুল্লাহ ছিল না। আমরা এখনও চূড়ান্ত করার চেষ্টা করছি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।