সোমবার ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

‘আমি কি পাগল হয়ে যাচ্ছি’ ডায়েরিতে লিখেছিলেন প্রিয়াঙ্কা

প্রকাশিত : ০৬:২৫ পূর্বাহ্ণ, ৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার ৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দুর্গাপূজার জন্য নীল শাড়ি কিনেছিলেন প্রিয়াঙ্কা দত্ত। স্বামী-সন্তান, পার্লারের কাজ নিয়ে বেশ ব্যস্ত ও স্বাভাবিক জীবনযাপনই করছিলেন। কিন্তু সবাইকে বিশাল শূন্যতা দিয়ে হঠাৎ চলে গেলেন একেবারেই!

মৃত্যুর পর তার ডায়েরির কিছু লেখা পড়ে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। ডায়েরির একটি পাতায় লেখা ছিল—‘আচ্ছা আমি কি পাগল হয়ে যাচ্ছি? দায়িত্বের সাথে আর পেরে উঠছি না। এত দায়িত্ব কেন আমার? আমি শান্তি চাই, জাস্ট রিল্যাক্স। বাসা-বাইরে সব জায়গায় চাপমুক্ত থাকা দরকার। আমি আপাতত এসব আর নিতে পারছি না। নীল শাড়িটা তো এখনো পরলাম না, একটু পরিয়ে দিও।’

শেষ অংশে লিখেছেন, ‘ডিপ্রেশন খুবই খারাপ একটি জিনিস।’

চট্টগ্রামের জিইসি এলাকার ‘নাদিয়াস মেকওভার’ পার্লারের বাথরুম থেকে বুধবার রাতে উদ্ধার হয় ৩৫ বছরের প্রিয়াঙ্কার লাশ। তিনি পার্লারের ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন। বাঁশখালীর সঞ্জিত দত্তের স্ত্রী প্রিয়াঙ্কা নগরের আগ্রাবাদ এলাকায় সংসার করতেন। বৃহস্পতিবার রাউজানে বাবার বাড়িতে নেওয়া হয় তাকে। সেখানেই সৎকার হয়েছে তার। এ সময় স্বজনদের আহাজারীতে ভারী হয়ে ওঠে চারপাশ।

ডায়েরির পাতায় সন্তানের উদ্দেশে লেখা ছিল— ‘সজীব, তুমি আমার যোগ্য সন্তান হবে। মানুষ হবে, রোবট নয়। আমি তোর যোগ্য মা হতে পারলাম না। শুধু একটু সময়, ভালোবাসা।’

কান্নাজড়িত কণ্ঠে স্কুলপড়ুয়া ছেলে সজীব দত্ত বলে, ‘মা দুর্গাপূজার শপিং করতে বেরিয়েছিল। রাতে ঠিকঠাকই বাড়ি ফিরেছিল। সকালে আমি স্কুলে চলে যাই। তারপর আর কথা হয়নি…, মা কেন আমাকে কিছু বলেনি?’

স্বামী সঞ্জিত দত্ত বলেন, ‘বিগত দুদিন সে অস্বাভাবিক ছিল। মারা যাওয়ার আগের দিন সকালে আমি জাহাজ থেকে নামি। যেদিন নামি, ছেলের জন্মদিন ছিল। সে সকালে টিফিন নিয়ে অফিসে যায়। রাতে আমি ফিরে দেখি সে শপিং করেছিল, ভাত খায়নি। শেষ কল, হোয়াটসঅ্যাপে ৩.১২ মিনিটে বলেছিল খেয়েছে। এরপর আর কোনো যোগাযোগ হয়নি।’

তিনি আরও বলেন, ‘সংসারে কোনো অশান্তি ছিল না। আমি বুঝতে পারছি না, কেউ দায়ী কি না। আমার একমাত্র ছেলে আর আমি এখন নিস্তব্ধ হয়ে আছি। আমি চাই সুষ্ঠু তদন্ত হোক।’

নাদিয়াস মেকওভারের সত্ত্বাধিকারী নাদিয়া আফিরোজের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি গতকাল বলেন, ‘চট্টগ্রাম ব্রাঞ্চে যাচ্ছি এখন। এই মুহূর্তে কিছু বলতে পারছি না।’

পাঁচলাইশ থানা পুলিশ জানায়, পার্লারের বাথরুমের দরজা ভাঙা অবস্থায় পাওয়া যায়। শাওয়ারের সঙ্গে ওড়না দিয়ে ঝুলছিল প্রিয়াঙ্কার দেহ। উদ্ধার হওয়া ডায়েরি দেখে এটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, ‘প্রিয়াঙ্কা মৃত্যুকালীন নোট লিখে গেছেন। এটি ডিপ্রেশনের কারণে ঘটেছে বলে প্রাথমিক ধারণা। এ ঘটনায় যদি কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা। বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা। ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস। মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও। পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান। ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ। বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি। নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে। সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন। প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT