রবিবার ০২ নভেম্বর ২০২৫, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ গণভোট ইস্যুতে মুখোমুখি বিএনপি-জামায়াত ◈ শাহজালালে যাত্রীর পাকস্থলীতে মিলল ৬৩৭৮ ইয়াবা ◈ চলতি বছর স্বর্ণের দাম বেড়েছে ৫০ বার, কমেছে কত বার? ◈ সকাল ৯টার মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ বিএনপির একজন নেতার চাঁদাবাজির টাকা দিয়েই গণভোট আয়োজন সম্ভব: পাটওয়ারী ◈ ঢাকায় জুলাইযোদ্ধা শাফিনের রহস্যজনক মৃত্যু ◈ জামায়াত নিষিদ্ধে আলালের বক্তব্যে প্রতিক্রিয়া জানালেন আবদুল হালিম ◈ বিএনপি ও জামায়াতের মধ্যে বোঝাপড়া হচ্ছে বলে শুনতে পাচ্ছি: পাটওয়ারী ◈ জামায়াত-বিএনপি ও এনসিপির কাঠামোর মধ্যে নির্বাচন সম্ভব নয়: জাপা মহাসচিব ◈ নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত

‘আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ’ এই বক্তব্য নিজের নয় বলে দাবি পাপনের

প্রকাশিত : ০৮:০৮ পূর্বাহ্ণ, ৩ জুলাই ২০২৪ বুধবার ১১০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর প্রাক্কালে সংবাদমাধ্যমে ‘আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ’ বলে বোমা ফাটান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এবার বিশ্বকাপে আফগানিস্তানের কাছে সেমিতে খেলার সুযোগ হাতছাড়া করার পর, সেই পুরোনো বক্তব্য ঘুরে ফিরে আসছে সামাজিকমাধ্যমে। সমালোচনার মুখে ওই বক্তব্য নিজের নয় বলে দাবি করেছেন বিসিবি বস।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ধুঁকছে অনেক বছর ধরেই। ২০০৭ থেকে এই সংস্করণের প্রতিটি বিশ্বকাপে অংশ নিলেও বাংলাদেশের সর্বােচ্চ সাফল্য সুপার এইট খেলা। এবার টাইগারদের সামনে সুযোগ ছিল আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনাল খেলার। কিন্তু সে সুযোগ নিতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল।

প্রতিটি আইসিসি কিংবা এসিসির আসর শেষে বৈঠকে বসে থাকে বিসিবি। মঙ্গলবার বোর্ডসভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। যেখানে উঠে আসে ‘আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ’ প্রসঙ্গ। তবে এই বক্তব্যকে বানানো বলে দাবি করেছেন পাপন।

পাপনের দাবি, ‘এই যে আপনি কথাটা বললেন। আমরা খেলার আগে বলি যে নেক্সট বিশ্বকাপ। এটা কোথায় পেলেন? আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে…আমি জীবনেও এই কথা বলি নাই। এইগুলো বানান কেমনে? কে বানায়, আপনারা? আমি বলছি যারা বানায়, তারা বানায় কেমনে।’

‘যা দিয়ে বানায়, এখন বানানোর পর যদি কেউ প্রশ্ন করেন, আমার কিছু বলার আছে? এমন অবস্থা হচ্ছে কোনটা যে সত্যি, কোনটা মিথ্যা বলা খুব মুশকিল। আমাকে পাঠিয়ে বলে এটা কী সত্যি? আমি কীভাবে বলব সত্যি?’

আফগানিস্তানের মতো দল বিশ্বকাপে বড় প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে। আর বাংলাদেশের এতো অভিজ্ঞতা থাকার পরও সাফল্য পাচ্ছে না। এই নিয়ে সমালোচনা হচ্ছে দেশজুড়ে। তবে পাপন বলছেন, সামাজিকমাধ্যমে কিছু সমালােচনা সীমালঙ্ঘনের পর্যায়ে চলে গেছে।

‘একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনাদের সঙ্গে আমার বহু বছর হয়ে গেছে অলরেডি। প্রশ্ন করতে চান, আমি প্রশ্ন করতে না করব না, আবার উত্তরও দেব না কখনো এরকম ছিল না। ঠিক হোক, ভুল হোক, আমার যা মনে হয়, আপনাদেরকে বলে এসেছি। কখনও কিছু লুকানোর ব্যাপার না। কিন্তু তার মানে এই না, এখন যে সমস্ত জিনিস সোশাল মিডিয়াতে চলছে।’

‘পার্সোনাল যে অ্যাটাক, এমন অ্যাটাকের একটা নমুনা আছে। টিম হেরে গেলে, টিম খারাপ খেললে মানুষজন রাগ করবে, সমালোচনা করবে, সেটারও একটা লিমিট আছে। কিছু কিছু ক্ষেত্রে সেটা সমস্ত লিমিট ক্রস করে গেছে। আমরা এটা আর কোনোভাবেই গ্রহণ করব না।’

উল্লেখ্য, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর ‘আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ’ বলে বক্তব্য দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তখন তিনি বলেছিলেন, ‘আমরা এখন যা করছি, সেটি এই বিশ্বকাপের জন্য চিন্তা করলে হবে না। আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে। এমন কোনো কোচ বা বোর্ড নেই, যারা একটা দলকে রাতারাতি পাল্টে ফেলতে পারবে। এখন চিন্তা করতে হবে লং টার্ম, সেজন্য আমরা টার্গেট করেছি নেক্সট টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। যার জন্য আমরা টিম রেডি করছি।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT