অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে প্রথমবার ফাইনালে ইংল্যান্ড
প্রকাশিত : ০৫:০৭ পূর্বাহ্ণ, ১৭ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার ১৩৪ বার পঠিত
মেয়েদের ফুটবল বিশ্বকাপের সেরা আসর আয়োজন করে চমক দিচ্ছে অস্ট্রেলিয়া। তেমনি দারুণ ফুটবল খেলে চমক দিয়েছেন দেশটির মেয়েরা। কিন্তু ফাইনালে যাওয়ার লড়াইয়ে পেরে উঠলো না।
বুধবার অস্ট্রেলিয়া স্টেডিয়ামে সকারুদের ৩-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ডের নারী ফুটবল দল। প্রথমবার ফাইনালে উঠে ইতিহাস গড়েছে লায়নেসরা।
কর্তৃত্ব করে খেলতে থাকা ইংল্যান্ড নারী দল প্রথমার্ধের ৩৬ মিনিটে প্রথম লিড নেয়। দলটির হয়ে গোল করেন ইল্লা টনি। এরপর আক্রমণে জোর বাড়িয়ে সমতায় ফেরে অস্ট্রেলিয়া নারী দল। স্যাম খের ৬৩ মিনিটে অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান।
ইংল্যান্ডের গোল উদযাপন। ছবি: এএফপি
এরপর খেই হারিয়ে জোড়া গোল হজম করে স্বাগতিক মেয়েরা। ইংল্যান্ডের হয়ে ৭১ মিনিটে লউরেন হেম্প গোল করেন। ৮৬ মিনিটে গোল করেন ইংল্যান্ডের এলিসিয়া রোসো। দ্বিতীয় গোল খাওয়ার পরে অস্ট্রেলিয়া একের পর এক আক্রমণ করে। কিন্তু গোল পেয়ে যায় ইংল্যান্ড।
সম্প্রতি ইংল্যান্ড নারী ফুটবল দল দুর্দান্ত ফুটবল খেলছে। গত বছর ইউরো জিতেছে তারা। পূর্বে বিশ্বকাপের ফাইনালে না উঠলেও এবার তারা আসরের ফেবারিট হয়েই অংশ নিয়েছিল। সেমিফাইনালেও ফেবারিট ছিল সেরিনা উইগম্যানের ইংল্যান্ড।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।