সুকন্যা টাওয়ারে আগুন, আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে
প্রকাশিত : ০৮:০৩ পূর্বাহ্ণ, ২৮ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার ৭৪ বার পঠিত
নিউমার্কেট থানার সায়েন্সল্যাব মোড়ে সুকন্যা টাওয়ারের নিচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার দিবাগত রাত ১টা ৬ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফয়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১টা ৬ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় রাত ১টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনটির নিচ তলার একটি দোকানে ফ্রিজের গ্যাস বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।