anusandhan24.com
সুকন্যা টাওয়ারে আগুন, আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ০৮:০৩ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

নিউমার্কেট থানার সায়েন্সল্যাব মোড়ে সুকন্যা টাওয়ারের নিচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার দিবাগত রাত ১টা ৬ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফয়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১টা ৬ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় রাত ১টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনটির নিচ তলার একটি দোকানে ফ্রিজের গ্যাস বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।