শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সাফজয়ী কোচ গোলাম রব্বানীকে ফেরাচ্ছে বাফুফে

প্রকাশিত : ১০:৪৭ পূর্বাহ্ণ, ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার ১৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাংলাদেশের নারী ফুটবলে সেরা সাফল্যটা এসেছিল কোচ গোলাম রব্বানী ছোটনের হাত ধরে। তবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ মুকুট জিতিয়েও বাফুফের সঙ্গে বনিবনা না হওয়ায় দায়িত্ব ছাড়তে হয় তাকে। তবে আশার কথা, নতুন করে আবারও এই কোচকে ফেরানোর কথা ভাবছে বাফুফে।

বছর না ঘুরতেই আবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ফিরছেন সফল কোচ গোলাম রব্বানী। তবে এবার সাবিনাদের নয়, এলিট একাডেমির কোচ হিসাবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি।

তিনি বলেন, ‘গোলাম রব্বানীকে এলিট একাডেমির কোচ হওয়ার প্রস্তাব আমরা দিয়েছি। তিনি সম্মতি দিয়েছেন। কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

১৪ বছর জাতীয় নারী ফুটবল দলের কোচ ছিলেন গোলাম রব্বানী। তার অধীনে সিনিয়র সাফসহ অসংখ্য শিরোপা জিতেছেন দেশের নারী ফুটবলাররা। গত বছর জুনে সাবিনাদের ছেড়ে সেনাবাহিনী নারী ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT