রবিবার ১৬ মার্চ ২০২৫, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ভঙ্গুর দল নিয়েও রংপুরকে হারাল রাজশাহী

প্রকাশিত : ০৮:১৪ পূর্বাহ্ণ, ২৭ জানুয়ারি ২০২৫ সোমবার ২৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পারিশ্রমিক বিতর্কে দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেছেন। বিসিবির বিশেষ অনুমোদনে দেশি ক্রিকেটারদের নিয়ে কোন রকম একাদশ গড়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ খেলেছেন তাসকিন আহমেদরা। ওই ম্যাচেও শক্তিশালী রংপুরকে ২ রানে হারিয়েছে রাজশাহী।

চলতি বিপিএলে রংপুর রাইডার্সের ১০ম ম্যাচে দ্বিতীয় হার। মজার বিষয় হচ্ছে- দুই ম্যাচেই রাজশাহীর কাছে হেরেছে এরই মধ্যে সুপার ফোর নিশ্চিত করে ফেলা নুরুল হাসানের সোহানের রংপুর রাইডার্স।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করে ৯ উইকেটে ১১৯ রান করে দুর্বার রাজশাহী। টপ অর্ডারে জিসান আলম, সাব্বির হোসেন, এনামুল হক রান পাননি। মিডল অর্ডারে মৃত্যুঞ্জয় ও ইয়াসির রাব্বি ব্যর্থ হন। লোয়ারে আকবর আলী ১৯ ও সানজামুল ইসলাম ২৯ বলে ২৮ রানের ইনিংস খেলে একশ’ ছাড়ানো পুঁজি এনে দেন রাজশাহীকে।

জবাব দিতে নেমে রংপুর ২৯ রানে ৫ উইকেট হারায়। ৪৯ রানে দলটির ৭ উইকেট পড়ে যায়। সেখান থেকে পেস অলরাউন্ডার সাইফউদ্দিন ও রাকিবুল হাসান মিলে দলকে জয়ের আশা দেখান। রাকিবুল ২০ রান করে ফিরে যান। সাইফউদ্দিন খেলেন হার না মানা ৩১ বলে ৫২ রানের ইনিংস। ছয়টি চারের সঙ্গে তিনটি ছক্কা মারেন তিনি।

জয়ের জন্য রংপুরের শেষ ওভারে ২৫ রান দরকার ছিল। সাইফউদ্দিন পরপর দুই ছক্কা মেরে ম্যাচ জমিয়ে দেন। কিন্তু পরের দুই বলে রান নিতে পারেননি। পঞ্চম বলে চার ও শেষ বলে ছক্কা মেরে হারের ব্যবধান কমান তিনি। রাজশাহী ১১ ম্যাচে ৫ জয় পেয়েছে। দলটির সামনে শেষ চারে যাওয়ার সুযোগ এখনো টিকে আছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT