বছরের প্রথম ছবি ‘মধ্যবিত্ত’
প্রকাশিত : ০৬:৪৭ পূর্বাহ্ণ, ২৯ ডিসেম্বর ২০২৪ রবিবার ১১ বার পঠিত
২০ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল তানভীর হাসানের ছবিটি। তবে তারিখ পিছিয়ে নতুন বছরের প্রথম সপ্তাহে ‘মধ্যবিত্ত’ ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। মধ্যবিত্ত মানুষের জীবনবৃত্তান্ত নিয়ে গল্পের ছবিটি মুক্তি পাবে ৩ জানুয়ারি। অভিনয়ে আছেন প্রয়াত মাসুম আজিজ, এলিনা শাম্মি, ওমর মালিক, শিশির সরদার, সমু চৌধুরীসহ আরো অনেকে।
এরই মধ্যে ছবির ট্রেলার, গান ও অফিশিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে। এখন চলছে হল বুকিংয়ের কাজ। তানভীর হাসান বলেন, ‘ডিসেম্বরে অনেক ছবি মুক্তি পেয়েছে। একেক সপ্তাহে দু-তিনটি ছবিও এসেছে।
ভিড়ের মধ্যে ছবিটি মুক্তি দিতে চাইনি। প্রযোজক সমিতিতে খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম, ৩ জানুয়ারি অন্য ছবি মুক্তি পাচ্ছে না। তাই তারিখটি চূড়ান্ত করলাম। বছরের প্রথম ছবি হিসেবে আলোচনায়ও থাকবে আবার দর্শকও দেখবে, এই আশা করছি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।