সোমবার ২৭ মার্চ ২০২৩, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ হতে দেখে আইরিশদের যা উপলব্ধি

প্রকাশিত : ০৭:০৪ পূর্বাহ্ণ, ১৭ মার্চ ২০২৩ শুক্রবার ১১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করতে দেখে আয়ারল্যান্ডের উপলব্ধি, নিজেদের মাটিতে বাংলাদেশকে হারানোটা সহজ নয়।

বৃহস্পতিবার সিলেটে আয়ারল্যান্ডের বাঁহাতি স্পিনার জর্জ ডকরেল বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলছে। আমরা জানি, সিরিজটা আমাদের জন্য সহজ হবে না। তবে বাংলাদেশকে তাদের মাটিতে চ্যালেঞ্জ জানিয়ে কয়েকটি ম্যাচ জেতার লক্ষ্য থাকবে।

আয়ারল্যান্ডের আরেক ক্রিকেটার হ্যারি ট্যাক্টর বাংলাদেশের স্পিন আক্রমণ চ্যালেঞ্জিং জানিয়ে বলেন, ওদের স্পিনাররা খুবই ভালো করছে। ব্যাটসম্যানরাও ছন্দে আছে। তবে স্পিন আক্রমণকেই সবচেয়ে বড় হুমকি মনে হচ্ছে আমাদের। সাকিব তো আছেই, নাসুম অথবা মেহেদী, যেই খেলুক, আমাদের জন্য সেটা চ্যালেঞ্জ হবে।

ট্যাক্টর আরও বলেন, যদি সবাই মিলে ভালো খেলি, তাহলে আমাদের জয়ের দারুণ সুযোগ আছে। তবে এই কন্ডিশনে আমাদের খুব ভালো খেলতে হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT