ত্রিপক্ষীয় নতুন জোটে বাংলাদেশ-চীন-পাকিস্তান, যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মতি
প্রকাশিত : ১২:২২ অপরাহ্ণ, ২১ জুন ২০২৫ শনিবার ২৬ বার পঠিত
চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে তিন দেশই একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে সম্মত হয়েছে।
শুক্রবার (২০ জুন) অনুষ্ঠিত এই বৈঠকে চীনের পক্ষে উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিক, এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকী সরাসরি অংশ নেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকের প্রথম পর্বে যুক্ত হন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বেলুচ।
বৈঠক শেষে এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ত্রিপক্ষীয় এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ককে আরও গভীর করার সুযোগ এনে দিয়েছে। বৈঠকে জনকেন্দ্রিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়। বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, ডিজিটাল অর্থনীতি, পরিবেশ সুরক্ষা, সামুদ্রিক বিজ্ঞান, সবুজ অবকাঠামো, শিক্ষা ও সংস্কৃতি এই সব খাতে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে পাকিস্তান প্রস্তুত।”
বৈঠকে অংশগ্রহণকারী তিনটি দেশই একমত হয়েছে যে, সহযোগিতা পরিচালিত হবে উন্মুক্ততা, অন্তর্ভুক্তি, ভালো প্রতিবেশিতা, পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে। সব পক্ষই জয়-জিত (win-win) দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হতে প্রতিশ্রুতিবদ্ধ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।