রামপালে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ দুজনের মৃত্যু
প্রকাশিত : ০৭:৩৯ পূর্বাহ্ণ, ৬ অক্টোবর ২০২৫ সোমবার ৩৫ বার পঠিত
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসনের মধ্যে সেনা ক্যাম্পের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্য আরিফ হোসেন ও সেনা সদস্য (কাপড় ছাফাইকারি ধোপা) নিহত মো. হাসিবের মৃত্যু হয়েছে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে আকস্মিক এই দুর্ঘটনার পর দ্রুত তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ও থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান রাতে জানান, দুপুরে সেনা ক্যাম্পের ছাদে সেনা সদস্য (কাপড় ছাফাইকারি ধোপা) মো. হাসিব জামাকাপড় দড়িতে টানাতে গেলে প্রথমে পাশের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে ছাড়াতে গিয়ে অপর সেনা সদস্য আরিফ হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
































