বুধবার ১৫ অক্টোবর ২০২৫, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

প্রকাশিত : ০৭:০৯ পূর্বাহ্ণ, ১ অক্টোবর ২০২৫ বুধবার ৩০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বর্ণের দাম কিছুটা হ্রাস পেয়েছে। এশিয়ায় লেনদেন চলাকালে প্রতি আউন্স স্বর্ণের দাম পৌঁছায় $৩,৮৭১.৪৫ যা সর্বকালের রেকর্ড। তবে পরে তা কমে দাঁড়ায় $৩,৮০৫.৯৯।

বিশ্লেষক কার্লো আলবার্তো ডি কাসা বলেন, স্বর্ণের দামে এই পতন মূলত একটি কারিগরি সংশোধন, কারণ সকালে দাম বৃদ্ধি পাওয়ায় অনেকেই লাভ তুলে নিয়েছেন। এটি কোনো বড় ধস নয়।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ডেমোক্র্যাট প্রতিপক্ষদের মধ্যে হোয়াইট হাউসে বৈঠক হলেও শাটডাউন এড়াতে খুব একটা অগ্রগতি হয়নি। বুধবার (১ অক্টোবর) থেকেই এ শাটডাউন শুরু হতে পারে, যা বিভিন্ন সরকারি সেবা ব্যাহত করতে পারে।

ডি কাসা বলেন, শাটডাউনের সম্ভাবনা স্বর্ণের জন্য ইতিবাচক, কারণ এটি অনিশ্চয়তা তৈরি করে এবং ফেডের কাছে সময়মতো ডেটা না থাকলে তারা সুদ কমাতে পারে।

ইউবিএস বলছে, অনুকূল পরিস্থিতিতে ২০২৬ সালের মধ্যে স্বর্ণের দাম পৌঁছাতে পারে $৪,২০০-এ।

বিশ্বে সাধারণত স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়, বিশেষ করে যখন অনিশ্চয়তা ও সুদের হার কম থাকে।

সূত্র: রয়টার্স

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT