স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়ালো বাংলাদেশ ব্যাংক
প্রকাশিত : ০৭:৫৯ পূর্বাহ্ণ, ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার ৩৩ বার পঠিত
দেশে স্মারক রৌপ্য মুদ্রার দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই হিসাবে প্রতিটি মুদ্রার দাম দুই হাজার ৫০০ টাকা বাড়িয়ে ১১ হাজার টাকা পুনঃ নির্ধারণ করা হয়েছে। যা এতদিন ছিল ৮৫০০ টাকা।
নতুন এই দাম আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে রৌপ্যের দাম বৃদ্ধির প্রেক্ষিতে স্মারক রৌপ্য মুদ্রার দাম বৃদ্ধি করা হয়েছে।
বাজারে ১১টি স্মারক রৌপ্য (ফাইন সিলভার) মুদ্রা রয়েছে। এ দিকে রৌপ্য মুদ্রার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে স্মারক স্বর্ণ মুদ্রার দাম। প্রতিটি বক্সসহ স্বর্ণ মুদ্রার কিনতে গুনতে হবে এক লাখ ৭০ হাজার টাকা।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)-এর তথ্য অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম তিন হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম দুই হাজার ২২৮ টাকায় কেনা-বেচা হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।