পুরানা পল্টনে ককটেল বিস্ফোরণ
প্রকাশিত : ০৯:১৮ পূর্বাহ্ণ, ২১ জুলাই ২০২৫ সোমবার ৪৮ বার পঠিত
রাজধানীর পুরানা পল্টন এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়।
পল্টন থানার ওসি কাজি নাসিরুল ইসলাম এর সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
নাসিরুল ইসলাম বলেন, ‘পরপর দুইবার ককটেল বিস্ফোরিত হয়েছে। দূর থেকে কেউ ছুড়ে মেরেছে।’
এর আগে, শনিবার রাতে মিরপুরের সিরামিক রোডে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে, ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।