anusandhan24.com
পুরানা পল্টনে ককটেল বিস্ফোরণ
সোমবার, ২১ জুলাই ২০২৫ ০৯:১৮ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

রাজধানীর পুরানা পল্টন এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়।

পল্টন থানার ওসি কাজি নাসিরুল ইসলাম এর সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

নাসিরুল ইসলাম বলেন, ‘পরপর দুইবার ককটেল বিস্ফোরিত হয়েছে। দূর থেকে কেউ ছুড়ে মেরেছে।’

এর আগে, শনিবার রাতে মিরপুরের সিরামিক রোডে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে, ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।