হিসাবের পরিবর্তনে সরকারের ঋণ বাড়ল ৫৬ হাজার কোটি টাকা
প্রকাশিত : ০৯:১১ পূর্বাহ্ণ, ২১ জুলাই ২০২৫ সোমবার ৪৮ বার পঠিত
ঋণের হিসাবায়ন পদ্ধতিতে পরিবর্তন আনায় সরকারের ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৭৬ হাজার ৭০০ কোটি টাকায়। সংশোধিত হিসাবে আগের চেয়ে ঋণ বেড়েছে ৫৬ হাজার কোটি টাকা।
বাজেট ঘাটতি মেটাতে স্থানীয় ও বিদেশি উৎস থেকে ঋণ নেয় সরকার। স্থানীয় উৎসের মধ্যে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সঞ্চয়পত্র ও বাংলাদেশ ব্যাংক রয়েছে।
অর্থ বিভাগের হিসাব মতে, ২০২৩-২৪ অর্থবছর শেষে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের মোট ঋণ ছিল ১০ লাখ ২০ হাজার ২০৫ কোটি টাকা।
অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অর্থের যোগানে কেন্দ্রীয় ব্যাংক থেকে অগ্রিম আর্থিক সুবিধা নেয় সরকার। দায় হলেও এতদিন ঋণের হিসাবে তা দেখানো হতো না। এবার, নতুন পদ্ধতিতে অগ্রিম সুবিধাকেও ঋণ হিসাবে দেখিয়েছে অর্থ বিভাগ।
এর ফলে, অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের নেওয়া ঋণের পরিমাণ বেড়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।