রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ ডেকে প্রতিবেশীকে আটকের দাবিতে আত্মহত্যার চেষ্টা, গৃহবধূ গ্রেপ্তার

প্রকাশিত : ১০:১৪ পূর্বাহ্ণ, ১৮ জুন ২০২৫ বুধবার ৫১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

চাঁপাইনবাবগঞ্জ শহরে লিখিত কোনো অভিযোগ ছাড়াই পুলিশ ডেকে উত্যক্তের অভিযোগে এক প্রতিবেশীকে আটকের দাবিতে পুলিশের উপস্থিতিতে নিজ শয়নকক্ষের দরজা ভেতর থেকে আটকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চেষ্টার অভিযোগে সায়েমা বেগম (৩০) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শহরের টিকরামপুর মহল্লার শহিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ‘৯৯৯’ মারফৎ পুলিশ ডাকেন সায়েমা। সদর থানার এএসআই আকুব্বর আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলে তিনি এক প্রতিবেশীর প্রতি উত্যক্তের অভিযোগ এনে তাকে আটকের দাবি জানাতে থাকেন।

পুলিশ প্রথমে এ ব্যাপারে তাকে থানায় লিখিত অভিযোগ করতে বলেন। এ ছাড়াও পুলিশ তাৎক্ষণিক তদন্তে ওই গৃহবধূর অভিযোগের কোনো সত্যতা পায়নি। এ অবস্থায় ওই নারী আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ তাকে নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়।

তবে যে ঘরে তিনি আত্মহত্যার চেষ্টা করছিলেন সেই ঘরের একটি খোলা জানালা দিয়ে এএসআই আকুব্বর ওই নারীর সঙ্গে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমানের মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলিয়ে দিতে সক্ষম হন।
ওসি তাৎক্ষণিক ওই নারীকে আশ্বাস দেন যে, যাকে তিনি আটকের দাবি করছেন তাকে অবিলম্বে আটক করা হবে। ওসি এভাবে ওই নারীকে বুঝিয়ে আত্মহত্যা করা থেকে নিবৃত্ত করেন। পরে তাকে থানায় আনা হয়।

ওসি বলেন, প্রাথমিক তদন্তে ওই নারীর আচরণ সন্তোষজনক নয় বলে এলাকাবাসী জানিয়েছে। এমনকি তার স্বামীও জানিয়েছেন যে, তার স্ত্রী জেদী প্রকৃতির। মেয়েটির স্থায়ী বাড়ি শহরের পিটিআই এলাকায়। ওই মহল্লায় তিনি কাঠের আড়তের শ্রমিক স্বামীকে নিয়ে ভাড়া থাকেন।

ওসি আরো বলেন, পুলিশের উপস্থিতিতে সে আত্মহত্যায় সক্ষম হলে পুলিশ বড় ধরনের বিপদে পড়ত।

এ ছাড়া প্রাথমিক তদন্তে জানা গেছে, যে ব্যক্তিকে সায়েমা আটকের দাবি করছিলেন, সেই ব্যক্তির স্ত্রীর সঙ্গে তার দ্বন্দ্ব। তারই জেরে তিনি একাজ করেন। এ ঘটনায় এএসআই আকুব্বর বাদী হয়ে পুলিশকে হয়রানি ও আত্মহত্যা চেষ্টার অভিযোগে ওই নারীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT