ফেরি চলাচল বন্ধ, ২ কিমি এলাকায় যানবাহনের সারি
প্রকাশিত : ০৬:৩৬ অপরাহ্ণ, ৩১ মে ২০২৫ শনিবার ৫৯ বার পঠিত
বৈরি আবহাওয়ার কারণে দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে ফেরি বন্ধের পর পুনরায় স্বাভাবিক হয়েছে। এ সময় দৌলতদিয়া প্রান্তের ২ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।
শনিবার (৩১ মে) দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩টা পর্যন্ত ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট প্রান্তের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ চালকরা। বিশেষ করে চরম ভোগান্তি বাড়ছে পশুবাহী গাড়িগুলোর।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, প্রচন্ড ঝড়ে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। বৈরী আবহাওয়ার কারণে দুপুর আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। পরে বিকেল ৩টায় স্বাভাবিক হয়েছে। বর্তমানে ছোট বড় মিলে এই নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।