পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
প্রকাশিত : ০৭:৩৭ পূর্বাহ্ণ, ১৫ এপ্রিল ২০২৫ মঙ্গলবার ১১৩ বার পঠিত
প্রবল বাতাস ও কাল বৈশাখী ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
সোমবার (১৪ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ১১টার পর থেকেই নদীতে বাতাস বইছে। পরে বাতাসের গতি বেড়ে যাওয়ায় এবং কাল বৈশাখী ঝড়ের কারণে পৌনে ১২টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।
ঝড়ো বাতাস থেমে যাওয়ার পর পুনরায় নৌপথে ফেরি চলাচল শুরু করা হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























