anusandhan24.com
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ০৭:৩৭ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

প্রবল বাতাস ও কাল বৈশাখী ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

সোমবার (১৪ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১১টার পর থেকেই নদীতে বাতাস বইছে। পরে বাতাসের গতি বেড়ে যাওয়ায় এবং কাল বৈশাখী ঝড়ের কারণে পৌনে ১২টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।

ঝড়ো বাতাস থেমে যাওয়ার পর পুনরায় নৌপথে ফেরি চলাচল শুরু করা হবে।