সরকারি খরচে জর্ডান যাওয়ার সুযোগ পেলেন বড়াইগ্রামের ১৭ নারী
প্রকাশিত : ০৬:১০ পূর্বাহ্ণ, ৮ এপ্রিল ২০২৫ মঙ্গলবার ৫৩ বার পঠিত
নাটোরের বড়াইগ্রাম থেকে প্রথমবারের মত সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডান যাওয়ার সুযোগ পেলেন ১৭ জন নারী।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভূক্ত বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জব ফেয়ারে অংশ নিয়ে তারা এ সুযোগ পান।
পরে সরকারি খরচে বিদেশ যেতে ইচ্ছুক নারীদের নিয়ে দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী।
বিশেষ অতিথি হিসাবে বোয়েসেলের মহাব্যবস্থাপক এবিএম আব্দুল হালিম ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, যোগ্যতা সম্পন্ন নারীরা সারা বছর ধরেই সম্পূর্ণ সরকারি খরচে বিদেশে যেতে পারেন। এ জন্য ঢাকায় দুটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে। বছর ধরেই প্রতি শুক্রবার আগ্রহী যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন নারীরা সেখানে গিয়ে সরকারি খরচে বিদেশে যেতে পারেন। এভাবে তারা দালালের হয়রানী ও কোন প্রকার প্রতারণা ছাড়াই সম্পূর্ণ বিনা খরচে বিদেশে গিয়ে রেমিট্যান্স যোদ্ধা হিসাবে দেশের ও নিজের উন্নতি করতে পারেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।