রবিবার ০২ নভেম্বর ২০২৫, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ গণভোট ইস্যুতে মুখোমুখি বিএনপি-জামায়াত ◈ শাহজালালে যাত্রীর পাকস্থলীতে মিলল ৬৩৭৮ ইয়াবা ◈ চলতি বছর স্বর্ণের দাম বেড়েছে ৫০ বার, কমেছে কত বার? ◈ সকাল ৯টার মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ বিএনপির একজন নেতার চাঁদাবাজির টাকা দিয়েই গণভোট আয়োজন সম্ভব: পাটওয়ারী ◈ ঢাকায় জুলাইযোদ্ধা শাফিনের রহস্যজনক মৃত্যু ◈ জামায়াত নিষিদ্ধে আলালের বক্তব্যে প্রতিক্রিয়া জানালেন আবদুল হালিম ◈ বিএনপি ও জামায়াতের মধ্যে বোঝাপড়া হচ্ছে বলে শুনতে পাচ্ছি: পাটওয়ারী ◈ জামায়াত-বিএনপি ও এনসিপির কাঠামোর মধ্যে নির্বাচন সম্ভব নয়: জাপা মহাসচিব ◈ নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত

২১ ফেব্রুয়ারির ছুটিতে লাখো পর্যটকের সমাগম কুয়াকাটায়

প্রকাশিত : ০৬:৫১ পূর্বাহ্ণ, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার ৯০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটি সহ সরকারি দুই দিনের ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভীড় জমিয়েছে লক্ষাধিক পর্যটক। গতকাল বিকাল থেকে আসা পর্যটকের পদচারনায় এখন মুখরিত হয়ে উঠেছে কুয়াকাটা সৈকত। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করছে ট্যুরিষ্ট পুলিশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে কুয়াকাটায় আগত পর্যটকরা সৈকতের নোনা জলে গাঁ ভাসিয়ে আনন্দ উল্লাসে মেতেছেন। অনেকে আবার প্রিয়জনকে সঙ্গে নিয়ে সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। অনেকে আবার ঘোড়া সহ বিভিন্ন বাহনে চরে ঘুরছেন সৈকতের এক প্রান্ত থেক অপর প্রান্ত। আগত পর্যটকদের ভীড়ে বুকিং রয়েছে শতভাগ হোটেল হোটেল। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। মৌসুমের শেষ সময়ে পর্যটকের এমন ভীড়ে উচ্ছসিত রয়েছে ব্যবসায়ীরা।

কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক ইয়াসির আরাফাত বলেন, ‘কুয়াকাটা এসে বেশ ভালো লাগছে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ। আজকে অনেক পর্যটকের আগমন ঘটেছে। এখানে দুদিন থাকার জন্য এসেছি আমরা। পরিবারের সবাই আনন্দ-উল্লাস আর ছোটাছুটিতে ব্যস্ত। আমরা কুয়াকাটার সব দর্শনীয় স্থানগুলোতে যাবো। সব মিলিয়ে কুয়াকাটা খুব ভালো লাগতেছে।

কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফার তানিম বলেন,কুয়াকাটায় এবছর পর্যটকদের তেমন একটা চাপ ছিল না। তবে যত পর্যটক এ বছর সিজনে কুয়াকাটায় এসেছে তার মধ্যে আজকের দিনটি ভিন্ন, কারন এ সিজনে এত বেশি পর্যটক আর হয়নি। আমাদেরও কাজের অনেক ব্যস্ততা রয়েছে, আশা করছি আমরা ভালো টাকা আয় করতে পারবো।

সৈকতের ওয়াটার বাইক চালক লিটন মোল্লা বলেন, আমাদের মোট ৬ টা ওয়াটার বাইক রয়েছে কিন্তু এ সিজনে পর্যটক কম থাকায় সবগুলো সমুদ্রে নামাতে হয়নি। কিন্তু আজকে কুয়াকাটায় রেকর্ড সংখ্যক পর্যটক হওয়ায় আমাদের সবগুলো ওয়াটার বাইক এবং স্পিড বোট গুলো সমুদ্রে নামিয়েছি। এবং সকাল থেকে বিরতিহীন চলছে পর্যটকদের সমুদ্রে ঘুরে বেরানো। আশা করছি আমরা আজকে ভালো টাকা আয় করতে পারবো।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পরিদর্শক সাখাওয়াত হোসেন তপু বলেন, বেশ কিছু দিন কুয়াকাটায় তেমন পর্যটকের চাপ না থাকলেও আজ পর্যটকদের পদচারণায় মুখর কুয়াকাটা। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ। আমাদের টহল টিম মাঠে রয়েছে। পর্যটকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন সেদিকে আমরা নজর রাখছি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT