এনসিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবু মহসীন আর নেই
প্রকাশিত : ০৯:৪০ পূর্বাহ্ণ, ৮ অক্টোবর ২০২৪ মঙ্গলবার ৮১ বার পঠিত
এনসিসি ব্যাংক পিএলসি-এর সাবেক পরিচালক ও চেয়ারম্যান এস. এম. আবু মহসীন আর নেই।
সোমবার (৭ অক্টোবর) বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও ৪ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (৮ অক্টোবর) বাদ যোহর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ্ জামে মসজিদে তার প্রথম নামাযে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামে বাদ এশা দ্বিতীয় নামাযে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।