‘ডিভোর্স মোবারক’ লিখে বিচ্ছেদ উদযাপন, ভিডিও ভাইরাল
প্রকাশিত : ০৮:৩১ পূর্বাহ্ণ, ২৬ জুলাই ২০২৪ শুক্রবার ১০১ বার পঠিত
দাম্পত্য সম্পর্কের বিচ্ছেদ নিয়ে অনেকে হতাশ হলেও অনেকে আবার এটি উদযাপনও করেন। বিবাহ বিচ্ছেদের পর মুক্তির আনন্দে মেতে উঠে আয়োজন করে পার্টি করছেন অনেকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক নারীর বিবাহবিচ্ছেদের পর নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেটিতে ওই নারীকে বিবাহবিচ্ছেদের আনন্দে লেহেঙ্গা পরে বলিউডের বিভিন্ন গানের সঙ্গে নাচতে দেখা যায়।
ভিডিওতে ব্যাগগ্রাউন্ডের থিমে ‘তালাক মোবারক’ লিখতেও দেখা যায়। ভিডিওতে বেশ কয়েকটি গান বাজিয়ে আনন্দের সঙ্গে নাচতে দেখা যায় ওই নারীতে।
ডিভোর্সের পর এভাবে আনন্দ উদযাপন করায় ওই নারীর বন্ধুরাও তাকে অভিবাদন জানিয়ে আনন্দ প্রকাশ করেন।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই নারীর নাচের ভিডিওটি যুক্তরাষ্ট্রের। সেখানে একটি দোকান চালান তিনি। তবে কেন ওই নারী তার স্বামীর কাছ থেকে আলাদা হয়েছেন তা জানা যায়নি।
জিয়ো নিউজ উর্দূ
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।