নিখোঁজ স্ত্রীর খোঁজে সাগরে ৬শ বার
প্রকাশিত : ০৮:৩৮ পূর্বাহ্ণ, ২৭ জুন ২০২৪ বৃহস্পতিবার ৯২ বার পঠিত
জাপানি নাগরিক ইয়াসু তাকামাতসুর বয়স এখন ৬৭। সাগরের পানি তার ত্বক মলিন করে দিয়েছে। তবে ভালোবাসায় ভাটা ফেলতে পারেনি।
১৩ বছর হলো স্ত্রী ইয়োকোকে হারিয়েছেন। ২০১১ সালে জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় ওনাগাওয়া সমুদ্রসৈকতে আছড়ে পড়া সুনামিতে নিখোঁজ হন ইয়োকো।
তাকে পাওয়ার আশায় গভীর সাগরে নামার জন্য ৫৬ বছর বয়সে শেখেন ডাইভিং। এখন পর্যন্ত অন্তত ৬০০ বার সাগরে নেমে প্রিয়তমা স্ত্রীকে খুঁজেছেন। কিন্তু আজও তার কোনো হদিস মেলেনি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।