ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে নারাজ জার্মানি
প্রকাশিত : ০৭:৫৪ পূর্বাহ্ণ, ২৮ মে ২০২৪ মঙ্গলবার ১০১ বার পঠিত
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে নারাজ জার্মানিজার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই বার্লিনের। দেশটির বিরুদ্ধে ইসরাইলের গণহত্যায় সহায়তার অভিযোগ রয়েছে। খবর ডেইলি সাবাহর
শুক্রবার পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনিগ্রোর সঙ্গে এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে (পিএ) পৃথক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো কারণ নেই।
তিনি ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে আলোচনার মাধ্যমে একটি সমাধানের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছেন।
এর আগে চলতি সপ্তাহে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ঘোষণা দিয়েছে, মে মাসের শেষ নাগাদ তারা ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইসরাইল।
এদিকে পর্তুগালের প্রধানমন্ত্রীর জানান, তার দেশ প্রাথমিকভাবে এ পদক্ষেপ নেবে না। গত বছর ৭ অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর সম্প্রতি ইউরোপজুড়ে গাজাবাসী তথা ফিলিস্তিনের প্রতি সমর্থন বাড়তে শুরু করেছে।
সংঘাতের প্রথমদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর অধিকাংশই ইসরাইলকে সমর্থন করলেও ব্যাতিক্রম ছিল কয়েকটি পশ্চিমা দেশ। তাদের মধ্যে স্পেন ও আয়ারল্যান্ড ও নরওয়ে অন্যতম।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সময়ে বিশ্বের ১৪৩টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।