সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ ছাত্র-শিক্ষক রাজনীতিতে ধ্বংস হচ্ছে শিক্ষাব্যবস্থা: বদিউল আলম ◈ সার্কিট ব্রেকারের শীর্ষে চার কোম্পানির শেয়ার ◈ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ৬ মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন ◈ গাজায় ইসরায়েলের জাতিগত নিধন অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত ◈ ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কাতারের প্রধানমন্ত্রীর আহ্বান ◈ স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা: পুলিশ ◈ ভারি বৃষ্টিপাতে প্লাবিত হতে পারে ৯ জেলার নিম্নাঞ্চল ◈ টাইফয়েডের টিকা পাবে ৪ কোটি ৯০ লাখ শিশু, দিবে যেদিন থেকে ◈ মেগাসিরিয়াল ‘খুশবু’র আইটেম গানে মাহি ◈ মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরকে কর পরিশোধের নোটিশ

স্বপ্নের আমেরিকায় লাশ হলেন সিলেটের জনি, বাকরুদ্ধ পুরো পরিবার

প্রকাশিত : ০৭:২৭ পূর্বাহ্ণ, ২৯ এপ্রিল ২০২৪ সোমবার ৯৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীদের গুলিতে নিহত দুইজনের মধ্যে একজনের বাড়ি সিলেটে। কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নে। তার নাম আবু সালেহ মো. ইউসুফ। ডাক নাম জনি। মাত্র বছরখানেক আগে স্ত্রী সন্তানদের নিয়ে তিনি আমেরিকার গিয়েছিলেন। শনিবার স্থানীয় সময় ১২টার দিকে বন্দুকধারীদের গুলিতে অপর এক বাংলাদেশিসহ তিনি নিহত হন।

আবু সালেহ মো. ইউসুফ নিহত হওয়ার ঘটনা রোববার সকাল ৭টার দিকে ফোনে জানানো হয় তার বাড়িতে। ছেলে নিহত হওয়ার খবর পাওয়ার পরই মা নাজিরা বেগম মূর্ছা যান। গতকাল দুপুর পর্যন্ত ছিলেন বাকরুদ্ধ। অসংখ্য গণমাধ্যমকর্মী গেলেও তিনি কোনো বক্তব্য দেননি। বিছানায় শুয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকা ইউসুফের মাকে ঘিরে রেখেছিলেন স্বজনরা। নাজিরা বেগম পেশায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

ইউসুফের বাবা নুরুল হক দুইবারের ইউপি সদস্য ও একবারের ইউপি চেয়ারম্যান। তিনি কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি বলেন, পরিবারের মুখে হাসি ফুটানোর পাশাপাশি নিজের বাচ্চাদের ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করানোর স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিল ইউসুফ কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। তিনিও কাঁদছেন আর মূর্ছা যাচ্ছেন।

নিহত ইউসুফের চাচা সাহাব উদ্দিন জানান, ইউসুফেরা তিন ভাই এক বোন। এরমধ্যে ইউসুফ সপরিবারে আমেরিকায়, অপর ভাই মাল্টায় এবং আরো এক ভাই ঢাকায় থাকেন। একমাত্র বোন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। তিনি বলেন, লাশ দেশে আনানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। ওখানের আইনি বিষয়াদি সম্পন্ন হলে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

নিহত হওয়ার খবর পেয়ে ইউসুফের খালু নুরুল আফসার ছুটে যান ইউসুফদের বাসায়। তিনি জানান, সকালে হঠাৎ ফোন আসলো, জানানো হলো গুলিতে ইউসুফ মারা গেছে। চাঁদা না দেওয়ায় ওখানের কৃষ্ণাঙ্গরা তাকে গুলি করে মেরে ফেলেছে। ওখানে কুমিল্লার বাবুলের সাথে কন্সট্রাকশন ফার্মে কাজ করত ইউসুফ। বাবুলকে বন্দুকধারী কৃষ্ণাঙ্গরা ঘিরে ফেললে তাকে রক্ষা করতে এগিয়ে যান ইউসুফ। তখন তাদের দুজনকেই গুলি করে হত্যা করে কৃষ্ণাঙ্গরা।

ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আবু বক্কর বলেন, নিহত ইউসুফ সম্পর্কে আমার শ্যালক। বছরখানেক আগে ছোট্ট দুই মেয়ে ও স্ত্রী নিয়ে নিউয়র্কে পাড়ি দিয়েছিলেন। বড় মেয়ের বয়স অনুমান সাড়ে তিন ও ছোট মেয়ের বয়স দেড় বছরের মতো হবে। রোববার সকাল ৭ টার দিকে নিউইয়র্ক থেকে এক বাঙালি কমিউনিটি নেতার মাধ্যমে প্রথমে নিহতের বিষয়টি জানতে পারি। এরপর বিভিন্ন মাধ্যমে অবগত হই। ঘটনাস্থলে প্রায় তিন ঘণ্টা মরদেহ পড়েছিল। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ইউসুফের মরদেহ এখন হাসপাতালে আছে।

ইউসুফের বাড়ি কানাইঘাট হলেও বর্তমানে বাবা-মাসহ পুরো পরিবার বাসা ভাড়া নিয়ে থাকছেন সিলেট নগরীর মেজরটিলার ইসলামপুরে। ইউসুফ নিহত হওয়ার খবর পাওয়ার পর অসংখ্য আত্মীয়স্বজন ভিড় করেন বাসায়। ওখানে থাকা স্বজনরা জানান, ইউসুফ প্রথমে সিলেট নগরীর করিম উল্লাহ মার্কেটে মোবাইলের ব্যবসা করতেন। এরপর এমপি হাফিজ আহমদ মজুমদারের ঢাকার প্রজেক্টে কাজ করেন। সর্বশেষ পরিবার নিয়ে আমেরিকায় যান।

ঢাকায় থাকাবস্থায় ইউসুফের সাথে বিয়ে হয় জুরাইনের নুসরাত জাহান তপুর। তপুদের মূল বাড়ি ঢাকার মুন্সীগঞ্জে। ইউসুফ গুলিতে নিহত হওয়ার পর থেকে স্ত্রীও বাকরুদ্ধ। তারা আমেরিকার নিউইয়র্ক সিটির বাফেলোতে থাকেন। এর আগে ভার্জিনিয়ায় থাকতেন ইউসুফ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন। নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন। তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT