তীব্র গরমে রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
প্রকাশিত : ০৯:২৪ পূর্বাহ্ণ, ২৬ এপ্রিল ২০২৪ শুক্রবার ৯৩ বার পঠিত
রাজধানীর মোহাম্মদপুরে তীব্র গরমের কারণে ওভারহিট হয়ে পুলিশ (এসপিবিএন) ক্যাম্পে বৈদুতিক মিটারে আগুন লেগে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় মোহাম্মদপুরের বসিলা এসপিবিএন ব্যারাকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বসিলা শাহজালাল হাউজিং এ স্পেশাল প্রটেকশন অ্যান্ড ব্যাটালিয়ন (এসপিবিএন) ব্যারাকের নিচ তলায় থাকা ৮৪টি বৈদুতিক মিটার পুড়ে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কন্ট্রোলের দায়িত্বরত মোহাম্মদ আফনান বলেন, গরমের কারণে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। আগুনের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।