মালয়েশিয়ার জোহর রাজ্যে ২৩ বাংলাদেশি গ্রেফতার
প্রকাশিত : ০৯:৫১ পূর্বাহ্ণ, ১৭ এপ্রিল ২০২৪ বুধবার ৯১ বার পঠিত
মালয়েশিয়ার জোহর বাহরুতে ২৩ বাংলাদেশিসহ ২৬ বিদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। রাজ্যের হটস্পট এলাকায় অপস সাবু নামের অভিযানে এদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার জোহর রাজ্যের ইমিগ্রেশন ডিরেক্টর বাহারুদ্দীন বিন তাহির এক বিবৃতিতে বলেছেন, ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের অফিসারদের একটি দল সোমবার গভীর রাতে ১৫টি হটস্পট স্থানে বৈধ পাশ/পারমিট নেই এমন অনেক বিদেশি নাগরিক রয়েছে বলে তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ১১৫ বিদেশির কাগজ পরীক্ষা করে ২৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের বৈধ কাগজ নেই।
গ্রেফতারদের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ২ জন ভারতীয় এবং ১ জন ইন্দোনেশিয়ান নাগরিক। গ্রেফতারদের বয়স ২১ থেকে ৪৯ বছরের মধ্যে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।