মালয়েশিয়ায় ঈদের দিন সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশীর মৃত্যু
প্রকাশিত : ০৫:৪৮ পূর্বাহ্ণ, ১১ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার ৯৯ বার পঠিত
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিন বাংলাদেশী। এতে আহত হয়েছেন আরও একজন।
বুধবার ঈদের দিনে স্থানীয় সময় দুপুর ১টা ৪৯ মিনিটে দেশটির পেরাক রাজ্যের কাম্পার এলাকায় উত্তর-দক্ষিণ এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির গণমাধ্যম উতুসান মালে জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ মোহাম্মদ, আলী আসকার ও মো. সোহেল মিয়া নামে তিন বাংলাদেশী ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত হয়েছেন- মোহাম্মদ সোহেল (২৪) অপর একজন বাংলাদেশী। সোহেল পেট, মাথায় ও বাম হাতে আঘাত পেয়েছেন। গুরুতর আহত সোহেলকে চিকিৎসার জন্য তাপাহ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাম্পার পুলিশপ্রধান নাজরি দাউদ জানান, চালকসহ ৮ জন বহনকারী গাড়িটি ক্যামেরুন হাইল্যান্ড থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। চলন্ত গাড়ির টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে লেনের দিকে যাওয়ার আগে গার্ডরেলে ধাক্কা লেগে গাড়িটা দুমড়ে-মুচড়ে যায়। পরে একটি লরি পেছনে ধাক্কা দেয়।
দুর্ঘটনার শিকার হওয়া ৭ জন বাংলাদেশি ক্যামেরন হাইল্যান্ডের বাগানের শ্রমিক ছিলেন। সড়ক পরিবহণ আইনের ৪১(১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে বলে কাম্পার পুলিশপ্রধান নাজরি দাউদ জানিয়েছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।