জেলে বসেই দিল্লি নিয়ে যে বার্তা দিলেন কেজরিওয়াল
প্রকাশিত : ০৯:০৯ পূর্বাহ্ণ, ১ এপ্রিল ২০২৪ সোমবার ১০৫ বার পঠিত
দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন নয়াদিল্লির কারাবন্দি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।জেলে বসেই এ প্রতিশ্রুতির কথা জানালেন তিনি।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত বিশাল সমাবেশে কারাবন্দি কেজরিওয়ালের পাঠানো একটি চিঠি পড়ে শোনান তার স্ত্রী সুনিতা কেজরিওয়াল। ওই চিঠিতে লোকসভা নির্বাচনের আগে আম আদমি পার্টির (আপ) ছয়টি প্রতিশ্রুতির ঘোষণা দিয়েছেন কেজরিওয়াল।
এর মধ্যে দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা ও নাগরিকদের ২৪ ঘণ্টার বিদ্যুৎসেবা সরবরাহ করার অঙ্গীকার করেছেন কেজরিওয়াল। হাজার হাজার নেতাকর্মীর সামনে প্রথমবারের মতো দেওয়া বক্তৃতায় সুনিতা বলেন, ভারতের জনগণ কেজরিওয়ালের সঙ্গে আছে। তাকে আজীবনের জন্য কারাগারে রাখতে পারবেন না।
সূত্র: এনডিটিভি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।