ইন্দোনেশিয়ার উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৭৫
প্রকাশিত : ০৬:১৫ পূর্বাহ্ণ, ২৩ মার্চ ২০২৪ শনিবার ১৪০ বার পঠিত
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে নৌকাডুবির ঘটনায় ৭০ জনেরও বেশি রোহিঙ্গা নিখোঁজ হয়েছেন। আরও অন্তত ৭৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার উপকূল রক্ষী বাহিনী।
শুক্রবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের এক বিবৃতিতে এ খবর উঠে এসেছে।
বিবৃতিতে বলা হয়েছে, যদি মৃতের সংখ্যা নিশ্চিত করা হয় তাহলে এ বছরে রোহিঙ্গাদের সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা হবে এটি। এর আগে বুধবার আচেহ উপক‚লের জেলেরা সাগরে ছয় রোহিঙ্গাকে ভাসতে দেখেন। এরপর নৌকাডুবির বিষয়ে সতর্কতা জারি করা হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।