৩ ফুট উচ্চতার দৃঢ়চেতা ডাক্তার
প্রকাশিত : ০৪:৫৩ পূর্বাহ্ণ, ১৪ মার্চ ২০২৪ বৃহস্পতিবার ১২১ বার পঠিত
২৩ বছর বয়সি ডাক্তার গণেশ বারাইয়া। তিন ফুট উচ্চতা তার। স্বল্প উচ্চতার কারণে এক সময় তাকে অযোগ্য ঘোষণা করেছিল মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া। কিন্তু আশা ছাড়েননি।
একে একে ছুটে যান ডিস্ট্রিক্ট কালেক্টর (ডিসি), রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে। হয়েছেন গুজরাট হাইকোর্টের দ্বারস্থ। সেখানেও তিনি পরাজিত হন। কিন্তু তাতেও আশা ছাড়েননি। যান শীর্ষ আদালতে। অবশেষে তিনি নিজ পক্ষে রায় পান।
নানা চ্যালেঞ্জ অতিক্রম করে শেষ পর্যন্ত হয়ে ওঠেন একজন ডাক্তার।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।