মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ চাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে ১৪১ জনের মনোনয়নপত্র সংগ্রহ ◈ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ ◈ ‘সরকারি বেতন-রেশন খাস না, গুলি করবি না কেন?’ ◈ প্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি, তালিকা প্রকাশ ◈ একদিনে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক ◈ টানা ৫ দিন বৃষ্টির আভাস ◈ সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ ◈ শুধু নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয়: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি ◈ গেমিং অ্যাপ ব্যবহার করে যেভাবে প্রধানমন্ত্রী বেছে নিল নেপালের জেন-জিরা

ইউক্রেনে ‘আত্মহত্যার বাঁশিওয়ালা’

প্রকাশিত : ০৯:২৯ পূর্বাহ্ণ, ৩ মার্চ ২০২৪ রবিবার ১০৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

লিওনিড জাকুতেঙ্কো। রহস্যময় এক ব্যবসায়ী। ঠিক যেন হ্যামিলনের বাঁশিওয়ালার মতো। যার সংস্পর্শ মানেই চিরতরে হারিয়ে যাওয়া! আত্মহত্যার জন্য সারা বিশ্বে বিষাক্ত রাসায়নিক পদার্থ বিক্রি করেন জাকুতেঙ্কো। ওয়েবসাইটের মাধ্যমে বিষের চালান দেন সর্বত্র।
যুক্তরাজ্যের অন্তত ১৩০ জনের মৃত্যুর কারণ তিনি। যারা নিজের জীবন নিতে চান তাদের আরও উৎসাহিত করে ওয়েবসাইটের মাধ্যমে তার পরিষেবার প্রচারণা চালিয়ে আসছেন কয়েক বছর ধরে। এতদিন গা-ঢাকা দিয়ে থাকলেও এবার হাতেনাতে ধরা পড়েছেন ইউক্রেনের ‘আত্মহত্যার বাঁশিওয়ালা’ জাকুতেঙ্কো। নিজ বাসস্থান ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকেই তাকে শনাক্ত করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি।

২০২২ সালের জানুয়ারি থেকে জাকুতেঙ্কোর সঙ্গে সরাসরি যোগাযোগ করার সিদ্ধান্ত নেয় বিবিসি। আত্মহত্যার জন্য আগ্রহী ক্রেতা হিসাবে জাহির করে জাকুতেঙ্কোকে ধরার চেষ্টা চালিয়েছে অনেকবার। কয়েকবার ব্যর্থ হলেও অবশেষে কিয়েভ থেকে সরাসরি তাকে শনাক্ত করেছে বিবিসি। শনিবার প্রকাশ করা প্রতিবেদনে জানিয়েছে, কিয়েভ শহরের ছোট একটি ফ্ল্যাটে তার নাগাল পায় সংবাদ সংস্থাটি। তবে প্রতিবেদনে ওয়েবসাইট অথবা বিক্রি করা রাসায়নিকের নাম প্রকাশ করা হয়নি। ২০২০ সালের নভেম্বর থেকে বিষ সরবরাহ করে আসছিলেন জাকুতেঙ্কো।

বিবিসির অনুসন্ধানে এটা প্রমাণিত হয়েছে, সেই বিষ যদি খুব অল্প পরিমাণেও মানুষের শিরায় ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়, তবে তার পরিণতি মৃত্যু। কিন্তু বিবিসির কাছে সবকিছু অস্বীকার করেছেন জাকুতেঙ্কো। এমনকি মৃতদের পরিবারকে কী বলার আছে জিজ্ঞেস করা হলে জাকুতেঙ্কো এ সময় উত্তর দেন, ‘আপনি কী বলছেন, আমি বুঝতে পারছি না।’ অথচ বিষ বিক্রির সময় বিবিসির সঙ্গে ইংরেজিতেই কথা বলেছেন জাকুতেঙ্কো।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাকুতেঙ্কো যে বিষ সরবরাহ করতেন সেই বিষ সম্পর্কে আত্মহত্যার একটি ফোরামে বেশ খোলাখুলিভাবেই আলোচনা হতো। কিভাবে এটি কিনতে হবে এবং কিভাবে এটি ব্যবহার করে মৃত্যু নিশ্চিত করা যাবে সে বিষয়ে সেখানে পরামর্শ দেওয়া হতো। ২০২৩ সালের মে মাসে একই ফোরাম ব্যবহার ও রাসায়নিক বিক্রির জন্য অন্য একজনকে গ্রেফতার করা হয়েছিল। কানাডায় গ্রেফতার হওয়া কেনেথ ল ৪০টিরও বেশি দেশে ১ হাজার ২০০টির বেশি পার্সেল করেছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে ১৪টি হত্যার অভিযোগ আনা হয়েছে। কেনেথ বিশ্বজুড়ে আরও শত শত মৃত্যুর সঙ্গে জড়িত বলে ধারণা করা হয়। জাকুতেঙ্কোর বিষয়ে ইউকে এবং ইউক্রেনের কর্তৃপক্ষকে সতর্ক করেছে বিবিসি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন। নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন। তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT