রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

‘আর কখনও রেস্টুরেন্টে খেতে আসব না’

প্রকাশিত : ০৬:৫৪ পূর্বাহ্ণ, ১ মার্চ ২০২৪ শুক্রবার ১৩৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বেইলি রোডের আগুনের ঘটনায় জীবিত উদ্ধার হওয়ার পর এক নারী কান্না জড়িত কণ্ঠে বললেন, ‘আমি আর কখনও রেস্টুরেন্টে খেতে আসব না।’
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ‘কাচ্চি ভাই রেস্টুরেন্ট’ ভবনে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে।

এমনটি জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বহুতল ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ আলী মিয়া।

বেইলি রোডে অবস্থিত কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে লাগা আগুন থেকে জীবিত অবস্থায় উদ্ধার হয়ে ফিরেছেন এক নারী। ভবন থেকে বের হয়েই স্বামীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। ওই সময় তাকে ঘিরে অন্যান্য স্বজনরাও কাঁদতে শুরু করেন।

উদ্ধার হওয়া নারী অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েন এবং বলতে থাকেন, ‘আমি আর কখনও রেস্টুরেন্টে খেতে আসব না।’

ওই নারীর স্বজন আছমা আক্তার বলেন, ‘রাতে আমার বোনের বাচ্চারা কাচ্চি খাওয়ার আবদার করে। বাসা কাছে হওয়ায় আমার বোন কাচ্চি নিতে এখানে আসে। আর ওই সময় আগুন লাগে এবং তিনি ভেতরে আটকা পড়েন। পরে আমাদের ফোন করে জানান। আমরা সবাই উদ্বিগ্ন হয়ে কিভাবে যে এখানে এসেছি নিজেরাও জানি না।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT